খু*ন হলেন মিঠুন চক্রবর্তী!

post

দক্ষিণ দিনাজপুর:সম্পা জানা

 দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের ধূমসা দীঘি এলাকায় এক সুদ ব্যবসায়ীকে বাড়ির মধ্যেই শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম মিঠুন চক্রবর্তী (৪০)। পেশায় তিনি সুদের ব্যবসা করতেন। পরিবারে রয়েছেন তার মা, স্ত্রী ও এক সন্তান। পুজোর কারণে স্ত্রী বাপের বাড়ি ছিলেন। গতকাল রাত পর্যন্ত মিঠুন ও তার মা বাড়িতে ছিলেন।সূত্রের খবর, গতকাল গভীর রাতে প্রায় ২টা নাগাদ এক দল দুষ্কৃতী মিঠুনের বাড়িতে ঢুকে তার ঘরে গিয়ে তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে খুন করে। মিঠুনের ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনে পাশের ঘর থেকে তার মা বাইরে বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তিনি তার ছেলেকে হাত মুখ বাঁধা অবস্থায় অচৈতন্য পড়ে থাকতে দেখে চিৎকার করেন। চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে মিঠুনকে তৎক্ষণাৎ রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড। তবে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এমন নৃশংস ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন।

You might also like!