থানার গাড়ি চালকের দাদাগিরি, খাবারের দোকান থেকে কিশোরকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

post

ধূপগুড়ি: সম্পা জানা

ধূপগুড়ির ২ নম্বর ওয়ার্ডের এক কিশোরকে থানার গাড়ি চালকের হাতে মারধরের ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, সিভিক ভলান্টিয়ারের পোশাক পরা ওই চালক প্রথমে দোকানে ঢুকে কিশোরের সাথে বচসায় জড়ায়, তারপর এক পুলিশ কর্মীর সহায়তায় তাকে কলার ধরে টেনে হিচড়ে বের করে নিয়ে যায় ধূপগুড়ি ট্রাফিক মোড়ে। ওই কিশোর, সূর্যকান্ত সরকার (১৯), জানায়, ট্রাফিক মোড়ে নিয়ে গিয়ে থানার গাড়ি চালক তাকে বেধড়ক মারধর করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও আনন্দ বাংলা তার সত্যতা যাচাই করতে পারেনি।সূর্যকান্তের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিবার জানিয়েছে, খাবারের দোকানে বসে থাকা সূর্যকান্তকে হঠাৎ থানার গাড়ির চালক তীব্র ভাষায় আক্রমণ করে এবং তাকে হিঁচড়ে নিয়ে যায়।এই ঘটনা নিয়ে ধূপগুড়ির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া ধূপগুড়ি মহকুমার মানুষ, যারা প্রথম শারদ উৎসব উদযাপন করছিলেন, তারা থানার গাড়ির চালকের এমন আচরণে আতঙ্কিত হয়ে পড়েছে। ঘটনার পর স্থানীয় মানুষজন থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে এবং অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে। এখন দেখার বিষয়, প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ নেয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে কিনা।

You might also like!