হাসনাবাদ:সম্পা জানা
হাসনাবাদের টেংরা, তারাগোপাল সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে হঠাৎ কুকুরের আক্রমণে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা ৩০ জনের বেশি। আক্রান্তদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ সবাই রয়েছে। কয়েকজনকে হাসপাতালের প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠানো হলেও, বেশ কয়েকজন এখনও চিকিৎসাধীন।গ্রামবাসীদের মতে, হঠাৎ করে কুকুরের সংখ্যা বেড়ে গিয়েছে এবং তারা আক্রমণাত্মক হয়ে উঠেছে। যে কারণে গ্রামের লোকেরা এখন রাস্তায় বেরোতেও ভয় পাচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নিজেদের নিরাপত্তার জন্য গ্রামের যুবকেরা লাঠি হাতে দিনরাত গ্রামে পাহারা দিচ্ছে। আতঙ্কের পরিবেশে তারা গ্রামবাসীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে।এলাকাবাসীর দাবি, প্রশাসন অবিলম্বে উদ্যোগ নিয়ে কুকুরগুলোকে ধরে নিয়ে যাক, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। তাদের আশঙ্কা, যদি তৎপরতা না নেওয়া হয়, তবে আরো অনেকের প্রাণ সংশয় দেখা দিতে পারে। তাদের আর্জি, প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে কুকুরগুলোকে ধরে গ্রাম থেকে সরিয়ে নেয়।