গোষ্ঠীদ্বন্দ্বে ইন্দ্রপুরে শাসক-বিরোধী বিক্ষোভ মিছিল

post

দক্ষিণ ২৪ পরগনা:সম্পা জানা

 দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপুরে সমবায় সমিতির নির্বাচন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন স্পষ্ট। গত কয়েকদিন আগের ভোটে শাসক দলের ভেতরকার দ্বন্দ্বের সুযোগ নিয়ে বিরোধীরা ৪৮টি আসন দখল করে। তৃণমূলের দুটি গোষ্ঠী মিলে পায় মাত্র ২৮টি আসন। এই ফলাফলের পর থেকেই গ্রামে উত্তেজনা বেড়ে যায়।নির্বাচনের পর থেকে প্রাক্তন সভাপতি নুর ইসলাম এবং বর্তমান সভাপতি কার্তিক মাইতির মধ্যে কথার লড়াই তীব্র আকার ধারণ করেছে। নুর ইসলামের দাবি, কার্তিক মাইতি ভিতরে ভিতরে বিরোধী দলের সঙ্গে জোট করায় তাদের পরাজয় ঘটেছে। তিনি আরও বলেন, "কার্তিক দলের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। নিজের স্বার্থে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে, তাই দল হারল।" অন্যদিকে, কার্তিক মাইতি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেন যে, প্রাক্তন সভাপতি নুর ইসলামই লোকজনকে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্ররোচিত করেছেন। তার দাবি, "নুর ইসলাম নিজে দলের ক্ষতি করেছেন। এখন পরাজয়ের দায় এড়ানোর জন্য আমাকে দোষারোপ করছেন।" আজ সকালে, এই দুই শিবিরের সমর্থকেরা একে অপরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে নামেন। স্লোগানে স্লোগানে ইন্দ্রপুরের রাজপথ সরগরম হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই গোষ্ঠীদ্বন্দ্ব কতটা বড় আকার ধারণ করবে এবং দলের অভ্যন্তরীণ সংকট কীভাবে মিটবে, তা এখনই বলা কঠিন।

You might also like!