সম্পত্তির লোভে বৃদ্ধ দম্পতিকে খুন! অভিযুক্ত ছেলে ও বৌমা আটক

post

দুর্গাপুর: সম্পা জানা

দশমীর রাতে দুর্গাপুরের সগড়ভাঙায় ঘটলো চাঞ্চল্যকর ঘটনা। বাড়ির বাথরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলেন বৃদ্ধ দম্পতি নির্মলেন্দু ইলা বন্দ্যোপাধ্যায়। ছেলে বিপ্লব বৌমা অপর্ণা অভিযোগ করেন, বাবা-মা আত্মহত্যা করেছেন। তবে প্রতিবেশীদের সন্দেহ হয়, খুনের পরে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। প্রতিবেশীরা বিক্ষোভে ফেটে পড়ে। মেয়ে চৈতালি বন্দ্যোপাধ্যায় রাতেই ঘটনাস্থলে পৌঁছে দাদা বৌদির বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন। তাঁর দাবি, "দীর্ঘদিন ধরেই মানসিক শারীরিকভাবে অত্যাচার করে সম্পত্তি হাতিয়েছিল বিপ্লব অপর্ণা। শেষমেষ নির্মমভাবে খুন করল। আমরা তাদের কঠোর শাস্তি চাই।"রবিবার সকালে চৈতালির নেতৃত্বে এলাকাবাসী পুলিশের কাছে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দা রুমা দেবনাথ বলেন, "বৃদ্ধ দম্পতিকে মেয়ের সাথে দেখা করতে বাধা দিত বিপ্লব অপর্ণা। মেয়ের কাছে গেলেই আত্মহত্যার হুমকি দিত। সম্পত্তি হাতানোর পর, দশমীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটালো তারা।"পুলিশ বিপ্লব অপর্ণাকে আটক করেছে এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

You might also like!