আবাসন থেকে উদ্ধার রেলকর্মীর মৃতদেহ। চাঞ্চল্য বাল্মিকী সমাজে

post

আসানসোল: সম্পা জানা

রেলকর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। মৃত রেল কর্মীর নাম ওম প্রকাশ বাল্মিকী। আসানসোলের চিত্তরঞ্জন রেল আবাসন থেকে উদ্ধার হয় ওম প্রকাশের দেহ | ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে এরিয়া পাঁচের ৩৭ নম্বর রাস্তায় 41a রেল আবাসনে। মৃত রেল কর্মীর পরিবারের সদস্যরা থাকেন উত্তরপ্রদেশে নিজের বাড়িতে  আবাসনে ওই কর্মী একাই থাকতেন | মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে চিত্তরঞ্জন থানার পুলিশ এবং আরপিএফ পৌঁছয় চিত্তরঞ্জন কেজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে | খুন করা হয়েছে ওম প্রকাশকে এমনটাই জানাচ্ছে বাল্মিকী সমাজের সদস্যরা বাল্মিকী  সমাজের সদস্য বিনয় কুমার বলেন আমাদের কাছে যখন খবর পৌঁছায় আমরা গিয়ে দেখি উনার মুখটা বাথ টবে রাখা ছিল এবং বডিটা নিচে ছিল | সব থেকে ব্যাপার হচ্ছে ওনার পিঠে একটা আঘাতের দাগ ছিল সেই আঘাতের দাগটা কেন হবে এখানেই আমাদের কিন্তু একটা সন্দেহ হচ্ছে | আমাদের সমাজের লোকজনের সাথে এটি নিয়ে প্রায় সময় চা খেতেন আজকেও সন্ধ্যা ছটায় তিনি চা খেয়েছেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে ঘটনার পর উনার গলায় একটা সোনার চেন ছিল সেটা কিন্তু নেই | প্রশাসন এলেও প্রশাসন এখন কিছু বলতে পারছে না বলছেন পোস্টমর্টেম রিপোর্ট এলে তবেই জানা যাবে | বাল্মিক সমাজের ওপর সদস্য প্রদীপ বাল্মিকী বলেন ওম প্রকাশ যথেষ্ট ভালো মানুষ ছিলেন উনার সাথে কারোর কোন শত্রুতা ছিল না | কিন্তু একটা প্রটেক্টর এরিয়ার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যাওয়া খুবই দুশ্চিন্তার ব্যাপার তার গলায় থাকা সোনার চেনসহ মোবাইল কিন্তু পাওয়া যায়নি  পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ |

You might also like!