জন্মের পরেই মারা যায় মা... তিন মাস বয়স থেকে মাসি মেসোর কাছেই মানুষ ছোট্ট শিশু কন্যা.... তাদেরকেই বাবা-মা হিসেবে চেনে শিশুটি... কিন্তু সকলের সামনে যখন সেই বাবা মায়ের শিশু কন্যার ওপর নারকীয় অত্যাচার সামনে এলো তখন থেকেই স্তম্ভিত সকলে.... বেধরক মারধরের পাশাপাশি শিশুর সারা শরীরে রয়েছে জ্বলন্ত সিগারেটের ছ্যাকা... সারা শরীরে আঘাতের চিহ্ন.. এ কোন সমাজে বাস করছি আমরা... ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে… সারা ভারত বর্ষ যখন আর.জি.কর কাণ্ডে মহিলা চিকিৎসকের খুনি এবং ধর্ষকদের শাস্তি দিতে উঠেপড়ে লেগেছে তখনই.. সোনারপুরের গোড়খারা এলাকার বাসিন্দা পাঁচ বছরের শিশুটির করুন কাহিনী সামনে এলো..পাঁচ বছরে শিশুর উপর নারকীয় অত্যাচার মাসি ও মেসোর। যদিও শিশুটি তাদের বাবা-মা হিসেবেই চেনে। মাত্র তিন মাস বয়স থেকে তাদের কাছে মানুষ এই শিশুটি। চিরুনি দিয়ে তাকে সর্বত্র মারা হয়েছে। এর পাশাপাশি তার গোটা গায়ে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। মা মারা যাওয়ায় মাত্র তিন মাস বয়স থেকেই মাসি ও মেসোর কাছেই থাকে সে। তাদেরকেই বাবা ও মা বলে জানতো ও ডাকত। আক্রান্ত শিশুটির স্কুলের বন্ধুরা, তার সারা শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়। তারাই তাদের বাবা-ও মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলে। অন্যান্য অভিভাবকরা বিষয়টি জানতে পেরে আক্রান্ত শিশুটির মাসি ও মেসোর কাছে যায়। আক্রান্ত শিশুটিকে নিয়ে পুলিশের কাছে জান স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। অভিভাবক সুলতা মন্ডল জানান বাচ্চাটির মা-বাবা এনারা নয় এনারা মেসোমাসি... ছোট থেকেই ওদের কাছে আছে তবে বাচ্চাটির গায়ে অসম্ভব মারের দাগ... মাথা ফুলে গেছে.. বাচ্চাটির বয়স সাড়ে চার থেকে পাঁচ বছর... আমরা চাই বাচ্চাটিকে যেন ওনারা নিজের সন্তানের মত দেখেন | অপর এক অভিভাবক পদ্মা নস্কর জানান বাচ্চাটির শরীর খারাপ ছিল.. ওকে যখন কাছে ডাকি তখনই দেখা যায় ওর গায়ে হাতে পায়ে অজস্রদাগ... ওকে জিজ্ঞেস করলে বলে ওর মা মেরেছে... কান দিয়ে রক্ত পড়ছিল... পিঠে হাত বোলাতে গেলেই ব্যথায় লাগে মেয়েটির.. তখন জামা খুলে দেখি পিঠে অজস্র দাগ..| বাচ্চাটি যে গোরখাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পড়ে... সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গচন্দ্র মন্ডল বলেন স্কুলে ভর্তির সময় ভদ্রমহিলা বলেছিলেন বাচ্চাটি তার বোনের মেয়ে... পরবর্তীকালে বলে বাচ্চাটি তার মেয়ে... কিন্তু তার স্বামী বলে যে বাচ্চাটি তার নয় তার শালীর মেয়ে... এদের কথার কোন ঠিক নেই তবে যাই হোক না কেন বাচ্চাটিকে খুব অমানবিক ভাবে মারা হয়েছে.. তবে যেহেতু ঘটনাটি ঘরে ঘটেছে আমরা পুলিশে এখনো পর্যন্ত খবর দেয়নি | নিজের থেকে ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ তবে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের |
ব্রেকিং নিউজ
- ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্য সচিব, কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
- শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?
- ডাক্তারদের মিছিলে ধর্মতলায় তুলকালাম,অবস্থান তুললেও আমরণ অনশনের আল্টিমেটাম
- আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ট আশীষ পান্ডে কে গ্রেফতার করলো
- সকালে গ্রেফতার বিকালে জামিনে মুক্ত রূপা গাঙ্গুলি