দুর্গাপুর:সম্পা জানা
দুর্গাপুরের ফরিদপুর থানার বালিজুরি এলাকায় ফের চুরির ঘটনা। শুক্রবার বাড়িতে তালা দিয়ে স্ত্রীসহ অন্যত্র গিয়েছিলেন দীনেশ মুখোপাধ্যায়। রবিবার সকালে বাড়ি ফিরে সদর দরজার তালা খুলতেই ভেতরের দরজা ভাঙা দেখতে পান। ঘরে ঢুকে দেখেন, আলমারি ভাঙা এবং ৫৫ হাজার টাকা ও প্রায় দু'ভরি সোনা উধাও। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বেশ কিছুদিন ধরেই এলাকায় চুরির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ বাড়তে থাকে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা বালিজুরি এলাকার মূল রাস্তা অবরোধ করে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত কয়েক মাসে একাধিক চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনো দোষীকে ধরতে ব্যর্থ হয়েছে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষোভকারীদের ক্ষোভ কমেনি। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে উত্তেজনা বাড়তে থাকে, এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ চলবে। দীনেশ মুখোপাধ্যায় বলেন, "তালা বন্ধ করে কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ৫৫ হাজার টাকা চুরি গিয়েছে। দু'ভরি সোনাও নেই। আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি।"