বালুরঘাট:সম্পা জানা
পিতৃপক্ষের অবসানের সঙ্গে মা দুর্গার আগমনের প্রতীক্ষায় বাঙালি এখন উৎসবের মেজাজে। বালুরঘাট শহরও প্রস্তুত, আর পুজোকে নির্বিঘ্ন করতে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল পুজোর গাইড ম্যাপ প্রকাশ করেছেন। এক সাংবাদিক সম্মেলনে মিত্তাল জানান, পুজোর সময় যান চলাচলে বিশেষ নিয়ম আরোপ করা হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করা হয়েছে, যাতে দর্শনার্থীরা কোনো সমস্যার সম্মুখীন না হন।গাইড ম্যাপে বালুরঘাট শহরে টোটো এবং অন্যান্য যানবাহনের চলাচলের নির্দিষ্ট রুট ও সময় উল্লেখ করা হয়েছে। শহরের যানজট এড়াতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার জানান, পূজোর সময় যানবাহনের উপর বিধিনিষেধ থাকলেও দর্শনার্থীদের সুবিধার্থে নির্দিষ্ট রুটে যানবাহন চলাচল করবে। এছাড়াও, পূজোর সময় শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কর্মীরা চব্বিশ ঘণ্টা মোতায়েন থাকবেন। মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণের জন্য এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বিশেষ টিম গঠন করা হয়েছে। পুলিশ সুপার মিত্তাল আরও বলেন, পুজোর সময়ে কেউ কোনো অসুবিধায় পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য শহরের বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক স্থাপন করা হবে।দর্শনার্থীদের সুবিধার্থে শহরের পুজোমণ্ডপগুলোর অবস্থান ও যানবাহনের পার্কিং স্পটও এই গাইড ম্যাপে চিহ্নিত করা হয়েছে।