কাকদ্বীপ:সম্পা জানা
কয়েকদিন আগে কাকদ্বীপ উপকূলে ভয়াবহ ট্রলারডুবিতে প্রাণ হারিয়েছিলেন স্থানীয় মৎস্যজীবী কানাই মাঝি। বৃহস্পতিবার তার পরিবারের সঙ্গে দেখা করতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এলাকায় পৌঁছানোর পরেই বাধার মুখে পড়েন তিনি।খবর পেয়ে কানাই মাঝির বাড়ির সামনে জড়ো হয় এলাকার বহু মানুষ। রাস্তা আটকে শুভেন্দুকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেয় তারা— এতদিন কোথায় ছিলেন? কেন দুর্ঘটনার সময় বা তার আগে কোন পদক্ষেপ নেননি? উত্তপ্ত জনতার মধ্যে থেকে অনেকে দাবি করেন, শুভেন্দু অধিকারী শুধু রাজনৈতিক স্বার্থে এখন এসে সহানুভূতি দেখাচ্ছেন। উত্তেজনা চরমে পৌঁছালে স্থানীয় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের সহায়তায় শুভেন্দু অধিকারীকে এলাকাটি ছেড়ে নিরাপদে চলে যেতে হয়।ঘটনাটি নিয়ে শাসক দলের স্থানীয় নেতারা তীব্র কটাক্ষ করেছেন, বলছেন যে শুভেন্দু অধিকারীর উপস্থিতি শুধুই রাজনৈতিক নাটক। যদিও শুভেন্দু নিজে জানিয়েছেন, তিনি সত্যিই মৃত মৎস্যজীবীর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছিলেন।এলাকার মানুষজনও ঘটনাটিকে কেন্দ্র করে বিভক্ত। কেউ কেউ মনে করছেন, শুভেন্দুর এই উপস্থিতি মানবিক দিক থেকে প্রশংসনীয়, তবে অনেকে তাকে দায়ী করছেন দীর্ঘদিন ধরে উপকূলবর্তী সমস্যাগুলির প্রতি উদাসীনতার জন্য। শেষ পর্যন্ত উত্তেজনার মধ্যেই শুভেন্দু অধিকারীকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় প্রশাসন।