আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: আপনি ব্র্যান্ডেড বলে যে কাপড়টি কিনছেন আদৌ সেটা কি সত্যিই ব্র্যান্ডেড? শুনলে আঁতকে উঠবেন এখন ডুপ্লিকেট ব্র্যান্ডেড কাপড়ে বাজার ছেয়ে গেছে। আপনার পকেট খসিয়ে বেশি দামী ব্র্যান্ডেড যে কাপড়টি আপনি কিনছেন সেটি আসলেই নকল।
বৃহস্পতিবার আচমকাই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের অভিযানে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের বেনাচিতি বাজারে। এদিন বেনাচিতির প্রান্তিকার একটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৫০০ - ৬০০ টি মুফতি কোম্পানির ডুপ্লিকেট জিন্স বাজেয়াপ্ত করলো আসানসোল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। এএসআই সুমন্ত সাহানা, সুবোধ গড়াই এবং মীনাক্ষী শ্রীবাস্তবের নেতৃত্বে এই অভিযান চলে। যদিও ওই দোকানের মালিক টিংকু প্রসাদ গুপ্তা জানান তিনি এই বিষয়ে কিছুই জানেন না। আসানসোলে তিনি যার কাছে মুফতি জিন্সের অর্ডার দিয়েছেন তিনিই এই ডুপ্লিকেট জিন্স পাঠিয়েছেন। তিনি যথারীতি জিন্সের অর্ডার মাফিক ৬০,০০০ টাকা দিয়ে ওই জিন্স নিয়ে এসছিলেন আসানসোল থেকে। যিনি মুফতি জিন্সের অর্ডার নিয়েছেন তিনিই ডুপ্লিকেট জিন্স দিয়েছেন। পুজোর মুখে তার ৬০,০০০ টাকার ক্ষতি হয়ে গেলো। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারীরেরা সমস্ত জিন্স বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন এবং তাকে সোমবার আসানসোলে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অফিসে দেখা করতে বলেছেন। পুজোর মুখে এহেন ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গেছে এলাকায়।