দুয়ারে সরকার থাকলেও দালাল চক্রের রমরমায় রেজিস্ট্রি অফিসে মিলছে না পরিষেবা

post

আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: সকাল থেকে রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়েও সরকারি পরিষেবা পেতে চূড়ান্ত হয়রানির শিকার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মানুষ ! 

দুর্গাপুরের সিটি সেন্টারের জমি রেজিস্ট্রি অফিস। রাতের বেলাতেও চলছে জমি রেজিস্ট্রির কাজ, কিন্তু সেই পরিষেবা পেতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। অভিযোগ, দালাল চক্রের দাপটে লাইন হচ্ছে বেলাইন, অবৈধ লেনদেনের জেরে অনেকে অনেক পড়ে এসেও দিব্বি কাজ মিটিয়ে অনেক আগে বাড়ি ফিরে যাচ্ছেন। আর যারা সকাল থেকে জমির রেজিস্ট্রির জন্য ছবি তোলার লাইনে দাঁড়াচ্ছেন তারা রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকলেও কাজ হবে কিনা সেটাও বুঝে উঠতে পারছেন না। কারণ রাত বারোটার পড় জমি রেজিস্ট্রির জন্য অন লাইন সিস্টেম বন্ধ হয়ে যায়। দুর্গাপুর, লাউদোহা, কাঁকসা, নিউটাউনশিপ, ও কোকওভেন থানা এলাকাকে নিয়ে এই একটি মাত্র জমি রেজিস্ট্রি অফিস, ফলে ভোর থেকে এই অফিসে লাইন পড়ে জমি রেজিস্ট্রির জন্য। যে লাইন থাকে রাত পর্যন্ত। দালাল চক্রের দাপাদাপিতে এই দুর্ভোগ আর হয়রানি দ্বিগুন হয় বলে অভিযোগ।

 অক্ষয় কুন্ডু নামের এক ব্যক্তি অভিযোগ করেন,"সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। রাত হয়ে গেলেও এখনো কাজ হয়নি। অথচ অনেকে পড়ে এসেও কাজ সেরে বাড়ি ফিরেছেন। টাকা নিয়ে সেটিং করে বাড়ি ফিরে যাচ্ছেন আগেভাগেই। আর যারা টাকা দিতে পারছেন না তাদের লাইনেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে।"দুর্গাপুরের জমি রেজিস্ট্রি আধিকারিক শান্তনু পাল দাবি করেন,"আমাদের তরফ থেকে কোনো ত্রুটি নেই।অনেক বড় এলাকা তাই বহু মানুষ আসেন পরিষেবা নিতে। সেই জন্যই এই সমস্যা। সমস্ত মানুষকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি রাত পর্যন্ত।"

You might also like!