দেবীপক্ষেও কলকাতার রাজপথে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

post

আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: পিতৃপক্ষের এবং দেবিপক্ষের সন্ধিক্ষণে তিলোত্তমার রাজপথ ছিল স্লোগান শাউটিংয়ে মুখরিত। বুধবার জুনিয়র ডাক্তাররা মহামিছিলের ডাক দিয়েছিলেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। বুধবার দুপুরের পরে কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মিছিল। মিছিল শেষ হয় ধর্মতলায়। মিছিল শেষে ধর্মতলা একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 জুনিয়র ডাক্তারদের ডাকা মহামিছিলে পা মিলিয়ে ছিলেন যেমন সাধারণ মানুষ তেমনি অভিজ্ঞ চিকিৎসক। অভিনেতা অভিনেত্রীরাও।

 আরজি করে ৯ আগস্ট ডাক্তারি পড়ুয়া ছাত্রীর খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে, একটানা আন্দোলন করে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রথমে তাদের সাত দফা দাবি থাকলেও, বর্তমানে তারা দশ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, নির্যাতিতার অবিলম্বে সুষ্ঠ বিচার দিতে হবে। নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে। মহিলা হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়াতে হবে। এ নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারের সঙ্গে। আংশিক কর্ম বিরতি তুলেছিলেন তখন চিকিৎসকরা।

 সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন এ নিয়ে আরো কিছু প্রশ্ন ওঠে। জুনিয়র চিকিৎসকদের আইনজীবী দাবি করেন,সাতজন প্রভাবশালী ব্যক্তি রয়েছে যারা এখনো ক্ষমতায় আসিন্। অতএব জুনিয়র ডাক্তাররা কিভাবে নিরাপত্তা সহকারে কাজ করবে। তারা এখনো প্রভাব খাটাচ্ছেন। এরপরে জুনিয়র ডাক্তাররা বৈঠক করেন। এবং তারা সিদ্ধান্ত নেন আবার তারা পূর্ণ কর্ম বিরতি তে যাবেন। সে কারণে আবার তারা পূর্ণ কর্ম বিরতিতে যান। মহালয়ার দিন মহা মিছিল এবং মহাসমাবেশের নির্দিষ্ট সময় ঘোষণা করেন। মিছিল এবং মহাসমাবেশ হয়।

 মিছিলে যেমন বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছিলেন। তেমনি অংশগ্রহণ করেছিলেন অভিনেতা অভিনেত্রীরা। উষসী এবং সোহিনী সরকাররা মিছিলের নেতৃত্বে ছিলেন।

You might also like!