দক্ষিণ ২৪ পরগনা:সম্পা জানা
নগেন্দ্রপুরের হেমন্ত কুমারী হাই স্কুলের সামনে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত ফ্লাড শেল্টার। ভবনটির অবস্থা এতটাই ভগ্ন যে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় বিপদ। ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক—সবাই রয়েছে ভয় আর উৎকণ্ঠায়। স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার দাস জানিয়েছেন, বহুবার ভবনটি ভাঙার জন্য আবেদন করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভাঙা ভবনের ছাদের চাঙড় প্রায়শই ভেঙে পড়ছে, আর দেওয়ালের গায়ে গাছ জন্মে ভবনটির দুর্বলতা আরও বাড়াচ্ছে।এই ভগ্ন ভবনটির ভিতর দিয়ে ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত যাতায়াত করে। মিড-ডে মিলের কক্ষে যেতে এই পথটি সহজ হওয়ায় অনেকেই এই বিপজ্জনক রাস্তা ব্যবহার করে। এমনকি অনেক ছাত্র-ছাত্রী এখানে সাইকেলও রাখে। এর ফলে ভবন ধসে পড়লে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। স্কুলের পরিচালন সমিতির সভাপতি দেবপ্রসাদ মন্ডল বলেন, "এই ভবনটি ভেঙে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা ইতিমধ্যেই যথাযথ জায়গায় লিখিত আবেদন করেছি, যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে।" স্কুল কর্তৃপক্ষের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের জীবন নিয়ে বড় বিপদ হতে পারে। তাই এই মুহূর্তে ফ্লাড শেল্টারটি ভাঙার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সকলেই।