কালিঝোরা:সম্পা জানা
কালিঝোড়িয়ায় ধসে পড়লো বাংলা ও সিকিমের লাইফলাইন ১০ নং জাতীয় সড়কের একাংশ।রাস্তার অন্য অংশে ফাটল ক্রমশ বাড়ছে।সেই অংশ ও তলিয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে ।টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নেমেছে,, আর তার জেরেই বন্ধ ১০নম্বর জাতীয় সড়ক এর যানচলাচল। এ বিষয়এ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পরিষদ।এই বিষয়ে সরকারি প্রতিনিধি মনোজ রাই বলেন, দুপুর 2 টো নাগাদ ধস নামে। ধসের ফলে রাস্তার অর্ধেকাংশ তিস্তায় তলিয়ে গেছে বাকি অংশেও ধস নামার প্রবণতা রয়েছে। তিনি বলেন কিছু ছোটো গাড়ি এদিকে চলাচল করতে পারবে কিন্তু বড়ো কোনো গাড়ি যেতে পারবে না।মানুষের সুরক্ষার জন্য তারা পাহাড় কেটে সংস্কারের কাজ শুরু করেছে।তবে বৃষ্টির জন্য সেই কাজ ব্যাহত হচ্ছে।কাজ কবে শেষ হবে এবং মানুষ আবার আগের মতো পরিষেবা পাবে তা তিনি বলতে পারছেন না। পরিবহণের দিক থেকে গুরুত্বপূর্ণ একটি জাতীয় সড়কে এই ধরণের ধস সাধারণ মানুষ ও যাত্রীদের পক্ষে খুবই বিপদজনক। বর্তমানে কালিঝোরিয়া অঞ্চলে সংস্কারের কাজ চলায় এবং ধসের ফলে আতঙ্কিত সাধারণ মানুষের সমাগম কম।