জমিতে বিদ্যুতের খুটি লাগানোর বিরুদ্ধে প্রতিবাদ সাতাশ মোড়ের স্থানীয় বাসিন্দাদের

post

আসানসোল: সম্পা জানা

সরকারের পক্ষ থেকে জমিতে হাই টেনশন বিদ্যুতের খুটি লাগানো হচ্ছে আর সেই কারণেই জোড় করে জমি নিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল আসানসোল দক্ষিণ থানার সাউথ পিপির অন্তর্গত ধেমোমেনের সাতাশা মোড় সংলগ্ন এলাকায় শনিবার সকালে সাতাশ মোড় অঞ্চলের একটি জমির প্রাচীর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়৷ এইবিষয়ে স্থানীয় মানুষ জমির মালিকরা এর কারণ জানতে চাইলে সরকারের প্রতিনিধি পুলিশরা জানায় যে তাঁদের কাছে সরকারের নির্দেশ আছে এবং তাই তারা এই কাজ করছে।জানানো হয় সরকার এই জমি অধিগ্রহণ করবে।স্থানীয় বাসিন্দা সুভাষ মাঝি বলেন যে, এই জমিটি কয়েকজন সনির্ভর গোষ্ঠীর মেয়েরা মিলে কেনে এবং এখানে সেলাই করার পরিকল্পনা ছিল তাঁদের। তিনি বলেন এই জমির মালিক দের মধ্যে রয়েছে তপন বাউরি, পুষ্পা বাউরি, জয়া বাউরি প্রমুখ।জমির মালিক তপন বাউরি পুষ্পা বাউরি বলেন ডি.এম.এর কাছ থেকে তারা কোনো চিঠি পায়নি এবং পুজোর আগে বলপূর্বক তাঁদের জমি দখল করা হচ্ছে। তারা এও বলে যে তাঁদের কেনা এই জমির সমস্ত আইনি কাগজ রয়েছে।এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকরা কোনো মন্তব্য করেন নি এবং শুধুমাত্র সরকারি নির্দেশ বলে ঘটনাটি উপস্থাপন করেছেন।স্থানীয় বাসিন্দাদের সাথে পুলিশের বিক্ষভ হয় এবং তারা বুলডোজারের সামনে বসে প্রতিবাদ করতে লাগলে সরকারি প্রতিনিধিরা আর  তাঁদের কাজ এগুতে পারে না এবং শেষ পর্যন্ত বুলডোজার নিয়ে ফিরে যায়।

You might also like!