আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : আরজি করে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বত: প্রণোদিত মামলা রুজু হলো সুপ্রিম কোর্টে । সুপ্রিম কোর্টকে দুই আইনজীবী চিঠি লিখে জানান সুপ্রিম কোর্টের এই মামলা স্বত: প্রণোদিতভাবে শুরু করা উচিত। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটি স্বত: প্রণোদিত মামলা শুরু করেছে। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।
গত ৯ আগস্ট আরজিকর মেডিকেলের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। পুলিশ তদন্তে নেমে একজন সিভিক পুলিশকে গ্রেপ্তার করে। পুলিশের তদন্ত নিয়ে নানারকম প্রশ্ন উঠতে শুরু করে। পরবর্তী সময়ে আন্দোলনে নামে ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা। ক্রমশ এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। ১৪ ই আগস্ট রাত দখল করতে নামেন পশ্চিম বাংলার নারীরা। এছাড়াও রাজনৈতিক দলগুলো একের পর এক আন্দোলন করতে থাকে।
কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় এই খুনের ঘটনায়। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় এই মামলা তদন্ত করবে সিবিআই রাজ্য পুলিশ নয়।। এরপরও আন্দোলনের তীব্রতা কমেনি। সারা রাজ্য জুড়ে শুরু হয় আন্দোলন। পথ অবরোধ থেকে শুরু করে হাসপাতালে কর্মবিরতি চলতে থাকে একের পর এক। ভোগান্তির শিকার হতে থাকে সাধারণ নাগরিকরা। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ও এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি করে বিভিন্ন রকম আন্দোলন শুরু করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অপরাধীদের শাস্তির দাবিতে রাস্তায় হেঁটেছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে রাজ্য পুলিশের উপরেই আস্থা রেখেছিলেন। একের পর এক আন্দোলনে রাজ্য সরকার কিছুটা চাপে পড়ে যায়। এরপর কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরও সুপ্রিম কোর্ট স্বত: প্রণোদিত একটি মামলা শুরু করেছে। যার ফলে সুপ্রিম কোর্টের এই স্বত: প্রণোদিত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকেই এখন নজর সমস্ত বাংলার এবং ভারতবর্ষের মানুষের।