জুনিয়র চিকিৎসকদের মহাসমাবেশের ডাক

post

আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: আরজি করে পড়ুয়া ছাত্রী খুন ও ধর্ষনের ঘটনার পরিপ্রেক্ষিতে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আংশিক কর্মবিরতি প্রত্যাহার করলেও আন্দোলন থেকে তারা সরে যাচ্ছেন না।

 এবার জুনিয়র চিকিৎসকরা ২রা অক্টোবর কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন। সেই মিছিলে সাধারণ নাগরিকরাও পা মেলাবেন।

 শুক্রবার জুনিয়র চিকিৎসকরা গণ কনভেনশন করেন। সেখানে তারা জানান পরবর্তী কর্মসূচি। এদিন তারা দুটো কর্মসূচি ঘোষণা করেন। ২৯ সেপ্টেম্বর এবং ২রা অক্টোবর। ২৯ তারিখ তারা বিভিন্ন এলাকায় এলাকায় মিছিল করবেন। দুই অক্টোবর তারা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করবেন এবং পরে ধর্মতলায় মহাসমাবেশ করবেন। সেখানেই তারা পরবর্তী কর্মসূচি জানাবেন।

 যদিও আপাত দৃষ্টিতে দেখা যায়। আর জি কর কাণ্ডের ঘটনায় আন্দোলনের তীব্রতা কিছুটা কমেছে। কিন্তু এরপর হয়তো মনে হবে যে, না আন্দোলনের তীব্রতা কমেনি। জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিলেও আন্দোলন চালিয়ে যাবেন আগেই বলেছিলেন। সেই মতো তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করল।

You might also like!