আলিপুরদুয়ার : সম্পা জানা
শালকুমার ১ নং গ্রাম পঞ্চায়েতের 15th Fc ফান্ডের মাধ্যমে ২০২৩-২৪ আর্থিক বছরে ৩ লক্ষ ৪৬ হাজার ৭০৩ টাকা ব্যয়ে নতুন পাড়া ১২/৩ নং বুথের হেলথ সাব সেন্টারের কাছে একটি রানিং ওয়াটার ট্যাঙ্ক বসানো হয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ট্যাংক থেকে অবৈধভাবে পাইপ লাগিয়ে এক ব্যক্তি তার বাড়িতে জল নিয়ে যাচ্ছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য।এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই ট্যাংকটি মূলত পথচারী এবং হেলথ সাব সেন্টারের মানুষের সুবিধার্থে বসানো হয়েছে। অথচ, এক ব্যক্তি নিজ স্বার্থে ট্যাংক থেকে পাইপ লাগিয়ে বাড়িতে জল নিয়ে যাচ্ছেন। এক বাসিন্দা জানান, "এই ট্যাংক আমাদের সবার জন্য, কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করলে অন্যদের জন্য জল কমে যাবে।"অভিযুক্ত বাড়ির মালিক তাহেদুল ইসলাম স্বীকার করে বলেন, "আমাদের বাড়ির নলকূপের জল অতিরিক্ত আয়রনযুক্ত, তাই তা পান করার যোগ্য নয়। এই কারণে, আমরা ওই সরকারি ট্যাংকের জল খাওয়ার জন্য পাইপের মাধ্যমে নিচ্ছি।"এ বিষয়ে শালকুমার ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীবাস রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, "আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি এবং এই ব্যাপারে আমি অবগত নই। যদি কেউ এমন কিছু করে থাকে, তবে সেটি ঠিক করেনি।"এলাকার মানুষ এই ধরনের ব্যক্তিগত স্বার্থের জন্য সরকারি সম্পদের অপব্যবহারের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ দাবি করেছে।