উত্তর দিনাজপুর:সম্পা জানা
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রুইয়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া এক যুগলের মাথার চুল কেটে দেওয়া হল শালিসি সভার সিদ্ধান্তে। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের রুইয়া আদিবাসী গ্রামের এক বিবাহিত মহিলা, গ্রামেরই এক যুবকের সঙ্গে ভালোবাসায় মগ্ন হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান।এই ঘটনার পর, গ্রামবাসীরা তাদের ধরে ফেরত নিয়ে আসে। এরপর গ্রাম্য শালিসি সভায় বসে বিচার। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, তাদের শাস্তিস্বরূপ মাথার চুল কেটে নাড়া করে দেওয়া হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওই যুগলের মাথার চুল কেটে বেঁধে রাখার নিদান কার্যকর করা হয়।এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় নিন্দার ঝড় ওঠে। অনেকেই এমন নিষ্ঠুর শাস্তির কড়া প্রতিবাদ জানিয়েছেন। এ ধরনের সভার সিদ্ধান্তে শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত হওয়ার এমন ঘটনা এলাকায় ভয় ও শঙ্কার পরিবেশ সৃষ্টি করেছে।ইসলামপুর পুলিশ সূত্রে খবর, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি সত্যি হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।