প্রসঙ্গ : আরজিকরের মেডিকেলের ছাত্রী ধর্ষণ এবং খুনের ঘটনা। মধ্যরাতে গর্জে উঠেছে বাংলার নারী গর্জনের মুখরিত বাংলার রাজপথ ।
বাংলা জুড়ে মধ্যরাতে প্রতিবাদে নেমেছে বাংলার রমণীরা। বাংলার প্রতিটি শহর ১১:৩০ নাগাদ দখলে নিয়েছে বাংলার নারীরা। স্লোগান শুটিংয়ে মুখরিত বাংলার প্রতিটি শহর। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে।
শুধুমাত্র কলকাতা শহর বা শ্যামবাজার বা কলকাতা সংলগ্ন শহরগুলোতেই এই প্রতিবাদের আজ লাগেনি। বাংলার প্রত্যেকটি শহরে প্রত্যেকটি জেলায় আজ নারীরা সম্মিলিতভাবে জাস্টিস পাওয়ার প্রতিবাদে নেমেছেন। রাতের অন্ধকারে রাতের শহর দখলকারী নারীদের দাবি, আমাদের নিরাপত্তা কোথায়। একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রী তার হাসপাতালে নিরাপদ নয়। তাকে নৃশংসভাবে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে । অথচ সাত দিন অতিক্রম করার পরেও একজন মাত্র আসামী নামে মাত্র পুলিশ ধরতে সক্ষম হয়েছে। তাদের দাবি বাংলার মেয়েদের রাতে নিরাপদে চলার অধিকার দিতে হবে।। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সারা বাংলা জুড়ে। অনিশ্চয়তার মধ্যে মহিলারা আর রাত কাটাবে না। সরকারকে আশ্বস্ত করতে হবে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অপরাধীদের কোনোভাবে রেহাই দেওয়া যাবে না। তাদের অভিলম্বী গ্রেপ্তার করতে হবে এবং যথা উপযুক্ত শাস্তি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই আশ্বাস তারা না পাবেন ততক্ষণ আন্দোলন করবেন। তাদের স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস। আর কত নারী এভাবে ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করবে। এর একটি সমাধান হওয়া উচিত। দৃষ্টান্তমূলক শাস্তি পেলেই এই অপরাধীরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে।
আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃত্যুর ঘটনার পর বাংলা জুড়ে ক্রমশ আন্দোলনের তীব্রতা বাড়ছে। যদিও এই আন্দোলনের ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রী রাই প্রথমে শুরু করে। আস্তে আস্তে সমস্ত রাজনৈতিক দল এই আন্দোলন অংশগ্রহণ করতে শুরু করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে ছুটে যান পরিস্থিতি বুঝে। তিনি সিবিআই তদন্তেরও আশ্বাস দেন যদি পুলিশ তদন্ত করতে অক্ষম হয়। কিন্তু সেই আশ্বাসে মন গলাতে পারেনি আন্দোলন কারিদের। কলকাতা হাইকোর্ট যদিও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আগেই। কিন্তু তাতেও থেমে যাননি আন্দোলনকারীরা। তাদের দাবি মহিলা সুরক্ষা নিশ্চিত করতে হবে আগে। সে কারণেই তাদের আন্দোলন চলছে।
বুধবার গভীর রাতে মহিলাদের এই অভিভাবক আন্দোলন সারা জাগিয়েছে সারা বাংলার এবং সারা ভারতকে। অভিনব প্রতিবাদ আবারও দেখিয়ে দিল বাঙালি নারী বাংলার নারী যদি জেগে ওঠে তাহলে সেটা রাত নয় সেটা দিন নয় সেটা যেকোনো সময় যেকোনো সরকারকে নতুন ভাবে ভাবতে বাধ্য করাবে।