পুজোর আগে আগুন: দুর্গাপুরের দোকানে লক্ষাধিক টাকার ক্ষতি

post

দুর্গাপুর: সম্পা জানা

শুক্রবার ভোরে দুর্গাপুর স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দুর্গাপূজার ঠিক আগে এমন অঘটন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, ভোরবেলা দোকান থেকে ধোঁয়া আগুন বের হতে দেখে তারা দ্রুত দুর্গাপুর দমকল বিভাগে খবর দেন। প্রায় দীর্ঘ সময় অপেক্ষার পর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়। ব্যবসায়ী দীপঙ্কর সাহার অভিযোগ, "ভোর থেকে বারবার দমকল বিভাগে ফোন করা হলেও তারা দেরি করে এসেছে। এমনকি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড- খবর দেওয়া হলেও কোনও সঠিক উত্তর মেলেনি। সময়মতো পদক্ষেপ নিলে এত বড় ক্ষতি হতো না। আমরা খুব আতঙ্কিত।" দমকল সূত্রের মতে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা। দমকলের আধিকারিক রহমান চৌধুরী জানিয়েছেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু কিছু দূরত্বের কারণে সময় লেগে যায়। তবু, আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।" এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ফলে দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

You might also like!