ইসলামপুর: শ্রীকৃষ্ণপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। মৃত ব্যক্তির নাম মহম্মদ এহসান (৬৭)। তার বাড়ি ইসলামপুর থানার ইলোয়াবাড়ি বলঞ্চা এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে মহম্মদ এহসান সাইকেল নিয়ে রামগঞ্জ এলাকায় কাজে যাচ্ছিলেন। শ্রীকৃষ্ণপুর এলাকায় রায়গঞ্জ থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় একটি ছোটো গাড়ি পেছন থেকে সজোরে ধাক্কা মারে তাকে। সংঘর্ষের ফলে এহসান অনেকটা দূরে ছিটকে পড়েন এবং মারাত্মকভাবে আহত হন। স্হানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ইসলামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়িটিকে আটক করে। দুর্ঘটনার পেছনে গাড়ির চালকের অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল। এই দুর্ঘটনায় শ্রীকৃষ্ণপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কে যানবাহনের গতির উপর কড়া নিয়ন্ত্রণের দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।
ব্রেকিং নিউজ
- ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্য সচিব, কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
- শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?
- ডাক্তারদের মিছিলে ধর্মতলায় তুলকালাম,অবস্থান তুললেও আমরণ অনশনের আল্টিমেটাম
- আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ট আশীষ পান্ডে কে গ্রেফতার করলো
- সকালে গ্রেফতার বিকালে জামিনে মুক্ত রূপা গাঙ্গুলি