ফের পাওয়া গেল নিখোঁজ মৎস্যজীবীর ট্রলার

post

গভীর সমুদ্র থেকে নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবীর ট্রলার “এফ বি নিলকণ্ঠ” অবশেষে উদ্ধার করা হয়েছে। চার দিন পর, সুন্দরবনের চাঁদখালী ফরেস্ট ক্যাম্পের কাছে ট্রলারটি ভেসে থাকতে দেখা যায়। উত্তাল সমুদ্রে চার দিন ভেসে থাকা ট্রলারটি বাংলাদেশ সীমান্তের কাছে চাঁদখালী জঙ্গলে অবস্থান করছিল, যা বনদপ্তরের কর্মকর্তাদের নজরে আসে।বনদপ্তরের আধিকারিকরা প্রথমে ট্রলারটির অবস্থান সনাক্ত করেন এবং উদ্ধার তৎপরতা শুরু করেন। এরপর, একটি অন্য মৎস্যজীবীর ট্রলার দিয়ে সুকৌশলে “এফ বি নিলকণ্ঠ” কে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৎস্যজীবীদের নিরাপদে গোসাবা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।মৎস্যজীবী অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, মৎস্যজীবীদের উদ্ধার নিয়ে তারা অত্যন্ত আনন্দিত। একইসাথে, তাদের পরিবারের সদস্যদের জন্য এই খবরটি অত্যন্ত স্বস্তির। উদ্ধারকৃত ট্রলারটির অবস্থা এখন শোচনীয়, তবে মৎস্যজীবীরা নিরাপদ রয়েছেন।উল্লেখযোগ্য যে, ট্রলারটি গভীর সমুদ্রে নিখোঁজ হওয়ার পর থেকেই মৎস্যজীবী সংগঠন, বনদপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতায় ছিলেন। চাঁদখালী ফরেস্ট ক্যাম্পের কর্মকর্তাদের সহায়তায় এবং অন্যান্য মৎস্যজীবীদের সাহায্যে এই সফল উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে।

You might also like!