কাঁচরাপাড়ায় টোটোচালককে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত গ্রেফতার

post

কাঁচরাপাড়ার ৪ নম্বর ওয়ার্ডের কুলিয়া রোডে এক টোটোচালককে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। অভিযোগ, অভিযুক্ত দুষ্কৃতী প্রথমে টোটোচালক নেপাল দাসকে অশ্লীল আচরণ করছিল। নেপাল দাস, পেশায় টোটোচালক, বিশ্বকর্মা পুজোর পরে বাড়ি ফিরছিলেন। অভিযুক্তের আচরণের প্রতিবাদ করতেই প্রথমে নেপালের উদ্দেশ্যে এক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলির শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আহত নেপাল পালানোর চেষ্টা করলে দুষ্কৃতী তাকে ধরে ফেলে এবং পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে। সেই আঘাতের পরেও নেপালকে লক্ষ্য করে আরও একটি রাউন্ড গুলি চালায় অভিযুক্ত। ভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, এবং নেপাল দাস বড় ক্ষতির হাত থেকে বেঁচে যান। কেন এই হামলা তা এখনো স্পষ্ট নয় ঘটনার খবর পেয়ে কাঁচরাপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইব্রাহিম মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। নেপাল দাস বর্তমানে সুস্থ আছেন এবং এই ঘটনার তদন্ত চলছে।

You might also like!