ঘাটালে ভয়াবহ বন্যা: পৌরসভার রাস্তায় জল

post

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় বন্যার পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। নদীগুলিতে জলের চাপ বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকায় প্লাবন শুরু হয়েছে। গতকাল থেকে জলস্তর ক্রমশ বাড়ছে এবং বাঁধ ভেঙে গ্রামগুলো প্লাবিত হচ্ছে। বড়দা চৌকান এলাকায় রাজ্য সড়ক বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। বন্যার কারণে বিদ্যুৎ দপ্তর প্রায় ৪৫০টি ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।চন্দ্রকোনা-১ ব্লকের মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েতের গাংচা গ্রামে শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে এবং বিস্তীর্ণ কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাটালের বন্দর এলাকায় রূপনারায়ণ নদের জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এই পরিস্থিতি মোকাবিলায় ঘাটালের সাংসদ দীপক অধিকারী (অভিনেতা দেব) বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং মহকুমা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বন্যার পানির উচ্চতা বাড়লে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে, ত্রাণ ও আশ্রয় প্রদান এবং বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে।ঘাটালের পৌরসভা এলাকায় জল এতটাই বেড়ে গেছে যে মানুষকে ডিঙ্গি ব্যবহার করে রাস্তা পার করতে হচ্ছে। পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। ঘাটালবাসীর কাছে বন্যার এই পরিস্থিতি এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

You might also like!