বন্যা দেখতে এসে জলে তলিয়ে গেল চার বন্ধু!
কেশপুর, পশ্চিম মেদিনীপুর: বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল চার বন্ধু। তিনজনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ ১ নাবালক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার জগন্নাথপুর গ্রামের ভেলাঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে চার বন্ধু মিলে ভেলাঘাটে বন্যা দেখতে যায়। মজার ছলে জলে নামলেও হঠাৎই জলের স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় তারা। দূর থেকে কয়েকজন যুবক বিষয়টি লক্ষ্য করেন। তৎক্ষণাৎ তারা জলে ঝাঁপিয়ে পড়ে। কোনো রকমে তিনজনকে উদ্ধার করা গেলেও একজনকে খুঁজে পাওয়া যায়নি। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরও নিখোঁজ শিশুটির কোনো সন্ধান মেলেনি। জায়গাটিতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আনন্দপুর থানার পুলিশ। তবে দীর্ঘ ৪ ঘণ্টা পার হলেও নিখোঁজ নাবালককে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে এবং ছেলেটিকে খুঁজে বের করার জন্য কাতর আবেদন জানাচ্ছে।