চোখের সামনে ভেসে গেল দাদা, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী

post

চোখের সামনে ভেসে গেল দাদা, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী

দক্ষিণ ২৪ পরগনা: নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী সহ তিনটি ট্রলারের খোঁজে দিন গুনছে পরিবারগুলি। আজ চার দিন হয়ে গেলেও, প্রশাসন এখনো তাদের অবস্থান নির্ধারণ করতে পারেনি। নিখোঁজদের মধ্যে রয়েছেন গোপাল হালদার নামে এক মৎস্যজীবী, যাকে চোখের সামনে ভেসে যেতে দেখেছিলেন তার ভাই নেপাল হালদার। নেপালের চোখে আজও ভাসে সেই ভয়াবহ দৃশ্য। তিনি বলেন, "ভগবানই পারে বাঁচাতে। চোখের সামনে দাদা হারিয়ে গেল।" ডায়মন্ড হারবারের দুটি ট্রলার এখনো নিখোঁজ রয়েছে, আর যারা ফিরে এসেছে, তাদের মুখে আতঙ্কের কাহিনী। হারিয়ে যাওয়া ট্রলারগুলি খুঁজে বের করার প্রয়াসে ফিরে আসে একটি উদ্ধারকারী ট্রলার, কিন্তু কোনো খোঁজ মেলেনি।লালকেল্লা এলাকায় নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের কান্না আর হাহাকার থামছে না। শয়ে শয়ে মানুষ ভিড় জমিয়েছে, কিন্তু তাঁদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো খবর নেই।

You might also like!