অবশেষে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল কে সরানো হলো

post

আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসক কে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে বেশ কিছুদিন ধরে। বিরোধী রাজনৈতিক দলগুলো এবং জুনিয়র ডাক্তাররা পুলিশ কমিশনারের অপসারণ চেয়েছিলেন। এনি বেশ কয়েকবার লালবাজার অভিযানও করেছেন রাজনৈতিক দল এবং দুনিয়ার ডাক্তাররা । আন্দোলনের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। এই মুহূর্তে বিনীত গোয়েলকে সরানো সম্ভব নয়। কারণ সামনে দুর্গ পুজো রয়েছে। এটা বাঙালির একটা বড় উৎসব। এই উৎসবের আগে পুলিশ কমিশনার কে ছড়ালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে একটু সমস্যা হবে।। তাই সাময়িকভাবে পুলিশ কমিশনারকে সরানো হচ্ছে না। অবশেষে আজ রাজ্য সরকার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করলেন । নতুন পুকুর পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। মনোজ ধারমা ছিলেন এই ডিজি আইনশৃঙ্খলা। ডিজি আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে এলেন জাবেদ শামীমকে। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হলো এডিজি এস টি এফ করে। ডি সি নর্থ কে সরিয়ে তার জায়গায় আনা হল দীপক সরকারকে। জ্ঞানগঞ্জ সিমকে করা হলো এডিজি আইবি।

You might also like!