আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসক কে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে বেশ কিছুদিন ধরে। বিরোধী রাজনৈতিক দলগুলো এবং জুনিয়র ডাক্তাররা পুলিশ কমিশনারের অপসারণ চেয়েছিলেন। এনি বেশ কয়েকবার লালবাজার অভিযানও করেছেন রাজনৈতিক দল এবং দুনিয়ার ডাক্তাররা । আন্দোলনের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। এই মুহূর্তে বিনীত গোয়েলকে সরানো সম্ভব নয়। কারণ সামনে দুর্গ পুজো রয়েছে। এটা বাঙালির একটা বড় উৎসব। এই উৎসবের আগে পুলিশ কমিশনার কে ছড়ালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে একটু সমস্যা হবে।। তাই সাময়িকভাবে পুলিশ কমিশনারকে সরানো হচ্ছে না। অবশেষে আজ রাজ্য সরকার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করলেন । নতুন পুকুর পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। মনোজ ধারমা ছিলেন এই ডিজি আইনশৃঙ্খলা। ডিজি আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে এলেন জাবেদ শামীমকে। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হলো এডিজি এস টি এফ করে। ডি সি নর্থ কে সরিয়ে তার জায়গায় আনা হল দীপক সরকারকে। জ্ঞানগঞ্জ সিমকে করা হলো এডিজি আইবি।
ব্রেকিং নিউজ
- ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্য সচিব, কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
- শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?
- ডাক্তারদের মিছিলে ধর্মতলায় তুলকালাম,অবস্থান তুললেও আমরণ অনশনের আল্টিমেটাম
- আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ট আশীষ পান্ডে কে গ্রেফতার করলো
- সকালে গ্রেফতার বিকালে জামিনে মুক্ত রূপা গাঙ্গুলি