পুরোনো বাড়ির একাংশ ধসে বাড়ছে আতঙ্ক

post

  টিটাগর: সম্পা জানা

  গত দুই দিন ধরে চলা একটানা বৃষ্টিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটল টিটাগড় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। রবিবার রাতে প্রবল নিম্নচাপের জেরে ভেঙে পড়ল বহু বছরের পুরোনো একটি বাড়ির একাংশ। এলাকায় ছড়াল প্রবল আতঙ্ক।স্থানীয় দের থেকে জানা গেছে, বাড়িটিতে দুটি পরিবার ভাড়া থাকত। দীর্ঘদিন ধরে বাড়িটি বিপদজনক অবস্থায় ছিল বলে পৌরসভার পক্ষ থেকে জানানো হলেও মালিকের তরফে কোনও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলস্বরূপ, টানা বৃষ্টির চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ল বাড়ির একাংশ। বড় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি, তবুও বাড়ির এক বাসিন্দা সামান্য আহত হন। তাকে দ্রুত ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং কাউন্সিলার মুজিবর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। তাঁরা জানান, পুরসভা বহুদিন আগেই বাড়িটিকে বিপদজনক ঘোষণা করেছিল, কিন্তু মালিক সংস্কারের কোনও ব্যবস্থা নেননি। এদিকে, নাগাড়ে চলতে থাকা বৃষ্টির কারণে শহরের আরও বহু পুরোনো বাড়ি এখন বিপদসীমায় রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন সতর্ক থাকলেও, বাসিন্দাদের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট।

You might also like!