আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : প্রয়াত হলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ২৫ দিন যুদ্ধ শেষে অবশেষে হার মানতে হলো ডাক্তারদের। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গত ১৯ আগস্ট থেকে ফুস্ফুসের গুরুত্বর সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স- এ (এমসে)। প্রথম থেকেই আইসিই্তে রাখা হয়েছিল তাকে। ৯ সেপ্টেম্বর সোমবার রাতে অবস্থার অবনতি হয়।
১৯৫২ সালে ১২ ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন মাদ্রাজে। ৬৯ সালে দিল্লি প্রেসিডেন্ট স্টেট স্কুলে ভর্তি হন। এই স্কুল থেকেই তিনি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেশের প্রথম স্থান অধিকার করেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাস করেন। জহরলাল নেহেরুর উচ্চবিদ্যালয় স্নাতকোত্তর ডিগ্রীতে ভর্তি হন তিনি।
১৯ ৭৮ সালে ভারতের ছাত্র ফেডারেশন এর সর্বভারতীয় যুব সম্পাদক হিসেবে দায়িত্ব নেন তিনি। ১৯৮৪ সালে এস এফ আই আর সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেন। ১৯৮৫ সালের পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। ১৯৯২ সাল থেকে পলিটব্যুর সদস্য। ২০১৫ সালে কোঝিকর পার্টি কংগ্রেসের তিনি সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভা সংসদ ছিলেন ইয়েচুরি। বাংলা ভাষাও সরোগর ছিলেন তিনি। বাংলা ভাষাতেও খুব সাবলীল ভাবে কথা বলতে পারতেন তিনি।