আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ করলে দেশের সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে আবারও থানায় ফিরতে শুরু করেন পুলিশ সদস্যরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানার কাজ পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম। আজ বেলা সাড়ে ১১ টায় টঙ্গীর স্টেশন রোডে এক সাংবাদিক বৈঠকে কমিশনার এ কথা বলেন।
তিনি বলেন, পুলিশ থানার ভেতরে ও বাইরে কাজ করছে। পুড়ে যাওয়া থানা ও পুলিশ বক্সগুলোর কাজ অন্য জায়গা থেকে পরিচালিত হচ্ছে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। ফলে দেশের সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। গেলো রোববার পুলিশ সদরদপ্তরের এক বার্তায় দেশে ৫৯৯ থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়।