পশ্চিম মেদিনীপুর: সম্পা জানা
পূজোর মুখে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ট্রাক ধর্মঘটে জেরবার সাধারণ মানুষ। সাত দফা দাবিতে ৭২ ঘন্টার ধর্মঘটে সামিল হয়েছে সংগঠনটি। তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে ওভারলোড বন্ধ করা, পুলিশের অত্যাচার এবং অনলাইন কেস দেওয়া বন্ধ করা। এছাড়াও, তারা বাংলাদেশের ট্রাক ড্রাইভারদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদও জানিয়েছে। ধর্মঘটের কারণে গড়বেতা, চন্দ্রকোনা, কেশিয়াড়ি, মোহনপুর, বেলদা, পিংলা, সবং, এবং ঘাটাল সহ শালবনির রাস্তাগুলি ট্রাকের সারিতে পূর্ণ হয়ে গেছে। সংগঠনের দাবি, প্রায় দশ হাজার ট্রাক এই ধর্মঘটে অংশগ্রহণ করেছে, যা জেলার পরিবহন প্রক্রিয়া পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে। এদিকে, এই ধর্মঘটের ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর যোগানে ঘাটতি দেখা দিয়েছে। মাছ, মাংস, শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষ পুজোর আগে এই সংকটের মুখোমুখি হয়ে পড়েছে। সংগঠনের এক সদস্য জানিয়েছেন, “আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।”