উত্তর ২৪ পরগনার: সম্পা জানা
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের কাটাবাগান এলাকায় এক শ্রাদ্ধ অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। গতকাল স্থানীয় বাসিন্দা সুব্রত মন্ডলের বাড়িতে আয়োজিত শ্রাদ্ধের অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক অতিথি নিমন্ত্রিত ছিলেন। শ্রাদ্ধের খাবার গ্রহণের পরই রাত থেকে বেশ কিছু মানুষ অসুস্থ হতে শুরু করেন। বর্তমানে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে ৪০ জনেরও বেশি মানুষ ভর্তি রয়েছেন, যাদের মধ্যে শিশুসহ অনেক মহিলা রয়েছেন। আক্রান্তদের মধ্যে কারো কারো শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়।অসুস্থ ব্যক্তিরা জানিয়েছেন, শ্রাদ্ধের খাবার খাওয়ার পরই তাদের মধ্যে পাতলা পায়খানা, বমি, জ্বর ও শরীরে অসহ্য ব্যথার উপসর্গ দেখা দেয়। এখনো পর্যন্ত এলাকায় প্রায় শতাধিক মানুষের মধ্যে একই উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে। অথচ, স্থানীয় স্বাস্থ্য দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়নি। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা অভিযোগ করেছেন, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে কোনো তৎপরতা দেখাচ্ছেন না। আক্রান্তরা বাঁচার জন্য দ্রুত চিকিৎসা ও পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী চেয়ে কাতর আবেদন জানাচ্ছেন।