আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : আর জি করে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে এই মুহূর্তে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্স না মেলায় ৯ মাসের গর্ভস্থ সন্তান নিয়েই মৃত্যু আদিবাসী মায়ের।
মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েতের বার্মাধুরা এলাকার ঘটনা। মৃতের নাম আমিলা ওরাওঁ (২৩)। গর্ভে ৯ মাসের সন্তান। সেই সন্তানকে গর্ভে নিয়েই মৃত্যু হল আমিলার। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হয় ওই তরুণীর। পরিবারের লোকজন বারবার অ্যাম্বুলেন্সের জন্য ফোন করতে থাকেন। একজন ফোন ধরেনও। তবে আসতে অস্বীকার করেন। তিনি পরামর্শ দেন, অন্য অ্যাম্বুলেন্স ডেকে নিতে।এই ফোন করতেই অনেকটা সময় চলে যায়। আমিলার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। অনেকটা দেরিতে একটি অ্যাম্বুলেন্স আসে। রাতেই চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
মেটেলি থানার পুলিশ দেহ উদ্ধার করে। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে মেটেলি থানায় আসেন মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ। মৃতের পরিবারের দাবি, সময়মত অ্যাম্বুলেন্স এসে পৌঁছলে এই পরিস্থিতি হত না। মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ বলেন, সমস্ত অভিযোগ শোনা হয়েছে। বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে শনিবার ইন্ডং - মেটেলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেত্রী আনি চিক বরাইক ক্ষোভের সঙ্গে জানান, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি, এটা দুর্ভাগ্য জনক যে প্রথম বার গর্ভবতী হওয়া ওই মা শুধু মাত্র সঠিক সময়ে মাতৃ যান পরিসেবা না পাওয়ায় সন্তান সহ মৃতুর কোলে ঢলে পরে।
শুধু তাই নয়, আমরা খোজ নিয়ে দেখেছি ওই গ্রামে কোনো আশা কর্মী ওই মহিলার বাড়ীতে দীর্ঘ নয় মাসে একবার ও যায়নি।
আমরা রবিবার পরিবারের সঙ্গে দেখা করতে যাবার পাশাপাশি বিডিওকে এই বিষয়ে অবগত করবো।