আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: আরজি করেন নৃশংস ঘটনার জেরে প্রায় 9 ঘন্টা জেরার পর সন্দীপ ঘোষের কার্যালয়ের ডেটা অপারেটরকে আটক করলো ই ডি।
জানা গেছে তার নাম প্রসুন চ্যাটার্জী। রাজপুর সোনারপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষগ্রাম হসপিটালের কাছে প্রসূন চ্যাটার্জির বাড়ি। শুক্রবার সোনারপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের সুভাসগ্রামে প্রসূন চ্যাটার্জির বাড়িতে ভোর পাঁচটা নাগাদ ইডি আধিকারিকরা আসেন। ভোর পাঁচটা থেকে দুপুর পৌনে দুটো পর্যন্ত প্রসূন চ্যাটার্জির বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালায়।ইডি সূত্রে জানা গেছে, প্রসূন চ্যাটার্জী সন্দীপ ঘোষের কার্যালয়ে ডেটা অপারেটরের কাজ করতেন। সেই কারণে তার কাছ থেকে বিশেষ কিছু নথিপত্র পাওয়া যেতে পারে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ এর পর প্রসূন চ্যাটার্জিকে আটক করেন ইডি।