আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগে ১৮ জন বাংলাদেশি ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৭ জন ভারতীয়কে গ্রেফতার করলো হাসখালি থানার পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে হাসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায়, হাসখালি থানার বড় চুপরিয়া এলাকায় লুকিয়ে রয়েছে প্রচুর সংখক বাংলাদেশি। আর এর পরই হাসখালি পুলিশ বড় চুপরিয়ায় অভিযান চালিয়ে ১০ জন মহিলা সহ ১৮ জন বাংলাদেশীকে গ্রেফতার করে। পাশাপাশি ওই বাংলাদেশিদের ভারতে আসতে সাহায্য করা ও আশ্রয় দেওয়ার অভিযোগে ৭ জন ভারতীয় কে গ্রেফতার করে। বৃহস্পতিবার হাসখালি পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে তোলা হলে বিচারক ৩ জনকে পুলিশ হেফাজতের ও বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশে দিয়েছেন।ধৃত দের মধ্যে এক বাংলাদেশি মহিলা জানান, তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলো এজেন্ট মারফত, তবে কাজে যাওয়ার আগেই পুলিশ তাঁদের গ্রেফতার করে। যদিও আরও বাংলাদেশীদার মধ্যে কেও কেও জানান বাংলাদেশের ধর্মীয় সংঘাত থেকে বাঁচতে তারা এ দেশে এসেছে। তবে এই ঘটনায় আরও কোনো বাংলাদেশি ভারতে এসে লুকিয়ে আছে কিনা তার তদন্ত করছে হাঁসখালি থানার পুলিশ।
ব্রেকিং নিউজ
- ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্য সচিব, কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
- শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?
- ডাক্তারদের মিছিলে ধর্মতলায় তুলকালাম,অবস্থান তুললেও আমরণ অনশনের আল্টিমেটাম
- আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ট আশীষ পান্ডে কে গ্রেফতার করলো
- সকালে গ্রেফতার বিকালে জামিনে মুক্ত রূপা গাঙ্গুলি
বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জের: বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ১৮ বাংলাদেশী
