মৃত্যুর আগেই ডেথ সার্টিফিকেট বানিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার তিন

post

আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : মৃত্যুর এক বছর আগেই জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে ফেলা হয়েছে। পঞ্চায়েতের অভিযোগের ভিত্তিতে পুলিশ মহিলার স্বামী সহ মোট তিন জনকে গ্রেফতার করেছে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তিন অভিযুক্তের একজনকে মুখ্যমন্ত্রী চোখের আলো প্রকল্পে চশমা পরিয়ে দিচ্ছেন, এমন ছবি ভাইরাল

  পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গিয়েছে, গত ২৫ জুন কাঁকসার পানাগড় ২ নম্বর কলোনির বাসিন্দা প্রতিমা সমাদ্দারের মৃত্যু হয়। কিন্তু তাঁর এক বছর আগেই জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে ফেলা হয়েছিল বলে অভিযোগ। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলার স্বামী চঞ্চল সমাদ্দার, বাসুদেব চ্যাটার্জী ও শঙ্কর ভৌমিক নামে তিন জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে অভিযুক্ত বাসুদেব চ্যাটার্জীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলো প্রকল্পে চশমা পরিয়ে দেন বর্ধমানে এক অনুষ্ঠানে।বাসুদেব জানান, শঙ্করের কথায় তিনি সব করেছেন। এখন প্রশ্ন উঠেছে, চক্র কতটা সক্রিয় যে মৃত্যুর ১ বছর আগেই জীবিত মানুষের জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে ফেলছে? এই জাল সার্টিফিকেট ব্যবহার করে এই অপরাধ চক্র কোনও সরকারি প্রকল্পের সুবিধে নিয়েছে কী না তা খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ। বাসুদেবের মাথায় কী কোনও প্রভাবশালীর হাত রয়েছে? তা না হলে না মুখ্যমন্ত্রীর মঞ্চে তিনি উঠলেন কী ভাবে? এমন সব বিতর্কিত প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও শাসক দল বলছে, অনিয়ম হয়ে থাকলে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।

You might also like!