মেডিকেল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের হামলা

post

 

কামারহাটি:সম্পা জানা

 কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে এক তীব্র অশান্তির ঘটনা ঘটেছে। অভিযোগ, হাসপাতালের একটি সেমিনার কক্ষে পিজি স্টুডেন্টদের ও কতৃপক্ষের মধ্যে চলছিল কাউন্সিল মিটিং। মিটিং চলাকালীন আচমকাই তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত কিছু ইন্টার প্রিপেইড ছাত্র বহিরাগতদের সঙ্গে নিয়ে সেমিনার কক্ষে ঢোকার চেষ্টা করে। এতে পিজি স্টুডেন্টরা কক্ষের দরজা বন্ধ করে দেয়। পরে, ক্ষিপ্ত হয়ে ওই ছাত্ররা সেমিনার কক্ষের জানালা ও দরজার কাঁচ ভাঙচুর করে। ঘটনার পরপরই হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দুপক্ষের মধ্যে তীব্র বচসার কারণে হাসপাতালে এক বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়।হামলাকারীরা দাবি করছে, পিজি স্টুডেন্টরা তাদের ওপর হামলা করেছে। তারা শিক্ষক দিবস উপলক্ষে অধ্যক্ষ পার্থপ্রতিম পালসহ অন্যান্য সিনিয়র চিকিৎসকদের জন্য পেন ও মিষ্টি নিয়ে এসেছিল। তবে অধ্যক্ষের দাবি, সবার মুখ তিনি চেনেন না এবং পুলিশ তদন্ত করে দেখবে কারা এই ঘটনা ঘটিয়েছে। মিটিং চলাকালীন হামলাকারীদের উদ্দেশ্য ভালো ছিল না বলে মন্তব্য করেছেন অধ্যক্ষ।

You might also like!