চন্ডিপুর:সম্পা জানা
চন্ডিপুর থানা এলাকায় ১৩ই আগস্ট রাতে ঘটে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। ৩-৪ জনের এক ডাকাত দল ঘরের ভেতর একা থাকা মা ও মেয়ের ওপর হামলা চালায়। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল থেকে অস্ত্র হাতে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। স্কুলছাত্রীকে মুখের ওপর সজোরে ঘুসি মারলে রক্ত ঝরতে শুরু করে, ভেঙে যায় মেয়েটির দাঁত। মাকে মারধর করেও রেহাই দেয় না তারা।তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ঘরে থাকা মূল্যবান সামগ্রী লুট করা। মায়ের হাত থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পরদিন, চন্ডিপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। তদন্তে জানা যায়, তিনজনের মধ্যে একজন চন্ডিপুরের, একজন ভগবানপুরের, এবং অন্যজন ভূপতিনগরের বাসিন্দা।তমলুক আদালতে ধৃত তিনজনকে তোলা হয়। ডি আই প্যারেডের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই চুরি যাওয়া সামগ্রী এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। বর্তমানে তাদের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার সম্পূর্ণ তদন্ত চলছে।