ঠিক একেবারে বাবার পথেই হাঁটছেন রাহুল দ্রাবিড়ের ছেলে। রাহুল দ্রাবিড়ের জায়গার এবার এন্ট্রি নিতে চলেছেন তার ছেলে!এই বয়সেই পেয়ে গেলেন ভারতীয় দলে ডাক।আর প্রথম সুযোগেই রয়েছে বাজিমাত করার সুযোগ।এবার খেলতে হবে এই বড় দলের বিরুদ্ধে।সদ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের জন্য ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ঘোষণা করা হয়েছে। সেই দলে সুযোগ পেয়েছেন সমিত দ্রাবিড়। তিনি কিংবদন্তি ক্রিকেটার তথা বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় পুত্র। রাহুলের বড় ছেলে সমিতকে ভারতের জুনিয়র দলে সুযোগ দেওয়া হয়েছে। জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত সমিত।সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুলপুত্র সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি যে এই সুযোগ পেতে কতটা খেটেছেন, সেকথাও বলতে শোনা যায় সমিতকে। তিনি বলেন, 'সকলকে নমস্কার এবং আপনাদের শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ। জাতীয় দলে ডাক পেয়ে আমার দারুণ লাগছে। এর জন্য আমি প্রচুর খাটা খাটনি করেছি। তাই সত্যিই খুব ভাল লাগছে।ফাস্ট বোলিং অলরাউন্ডার সমিত কিন্তু কোচবিহার ট্রফিতে বেশ ভাল পারফর্ম করেছিলেন। আট ম্যাচে ১৮ বছর বয়সি তারকা মোট ৩৬২ রান করেছিলেন। তাঁর চওড়া ব্যাটে ভর করেই কর্ণাটক প্রথমবার কোচবিহার ট্রফি জেতে। বল হাতেও ১৮ বছর বয়সি তরুণের টুর্নামেন্টে পারফরম্যান্স ছিল নজরকাড়া। আট ম্যাচে তিনি ১৬টি উইকেট নিয়েছিলেন। সেই পারফরম্যান্সের দৌলতেই জাতীয় অনূর্ধ্ব ১৯ দলে ডাক পেলেন সমিত। এই সেপ্টেম্বর মাসেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক ফর্ম্যাটের সিরিজ় খেলবে ভারতীয় তরুণরা। চার দিনের লাল বলের ক্রিকেট এবং ৫০ ওভারের সিরিজ়, দুইয়েই জাতীয় দলে সুযোগ পেয়েছেন সমিত। তবে এর জেরে কিন্তু তাঁকে কটাক্ষও সইতে হচ্ছে। অনেকেই মনে করছেন কেবল রাহুল দ্রাবিড়ের পুত্র বলেই তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন। চলতি মহারাজা ট্রফিতে সমিতের পারফরম্যান্স কিন্তু খুব একটা আহামরি নয়। তিনি ব্যাট হাতে না পেয়েছেন রান, না করেছেন বল। এর পরেও অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পাওয়ায় উঠছে প্রশ্ন। তবে সমিত নিজের ক্রিকেটীয় দক্ষতায়ই সেই সমালোচনার জবাব দিতে আগ্রহী হবেন নিশ্চয়ই। কোচবিহার ট্রফিতে সমিত ৮টা ম্যাচ খেলে মোট করেন ৩৬২ রান ও নেন ১৬টা উইকেট। তবে এই পারফরম্যান্স থাকলেও তাঁর পক্ষে এখনই জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না। ২০২৬ সালে রয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। সেখানে দ্রাবিড় পুত্রের সুযোগ পাওয়ার সম্ভবনা কম। কারণ, তাঁর বয়স।সমিতের জন্ম ২০০৫ সালে অর্থাৎ, ঠিক ২ মাস পর তাঁর ১৯ তম জন্মদিন। সেই হিসেবে দেখতে গেলে ২০২৬ সালে BCCI যখন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য দল বাছাই করবে তখন সমিতের বয়স হবে ২১ বছর। তাই বয়সের জন্য বাদ পড়বেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাবার মতো সমিত সাফল্য পাবেন কি না সেটা অবশ্য সময় বলবে। তবে অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ না পাওয়া নিয়ে বাবা ও ছেলে একই পথে রইল। রাহুল দ্রাবিড় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে পারেননি। ১৯৯২ সালে তিনি অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছিলেন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু ICC বিশ্বকাপ আয়োজন করে ১৯৮৮ সালে। তাই সিনিয়র দ্রাবিড়ের বয়স পেরিয়ে গিয়েছিল।
ব্রেকিং নিউজ
- সুপ্রিম কোর্টের নির্দেশ এর পরেও কর্মবিরতি প্রত্যাহার করছে না জুনিয়র ডাক্তাররা। আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান
- রবিবারের রাতেও পশ্চিমবাংলায় আরজি করের ঘটনার প্রতিবাদে রাজপথকেই ক্যানভাস করেছেন জনতা
- আর জি কর ঘটনার জেরে চিঠি দিয়ে সংসদ পদ ছাড়লেন তৃণমূলের জহর সরকার
- স্কুল ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা ঘোষণা করলো শিলিগুড়ি মহকুমা দেওয়ানী ও ফৌজদারি আদালত
- প্রায় ৯ ঘন্টা জেরার পর সন্দীপ ঘোষের কার্যালয়ের ডেটা অপারেটরকে আটক করলো ই ডি