মহিষাদল: সম্পা জানা
বাবার মৃত্যুর ডেথ সার্টিফিকেট আনতে দীর্ঘ চার মাস ধরে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে ছুটছে এক যুবক | একদিন দুদিন করে কেটে গিয়েছে চার চারটি মাস | তাও পাওয়া যায়নি বাবার মৃত্যুর ডেথ সার্টিফিকেট |কিন্তু শেষমেষ ধৈর্য ভাঙলে এমন কাণ্ড যে যুবক করে বসবেন তা ঘুনাক্ষরেও ভাবতে পারেনি কেউ | একেবারে পঞ্চায়েত অফিসের তালা লাগালো এলাকারই এক যুবক | ঘটনাটি ঘটেছে মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রামে | প্রায় ৪মাস ধরে উধাও মহিষাদল ব্লকের বিজেপি পরিচালিত বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ- প্রধান। যার ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় মানুষজনেরা। তাই এবার অঞ্চল অফিসের তালা লাগিয়ে দিলেন এলাকারই এক যুবক। প্রায় কয়েক মাস ধরে নিজের বাবার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য ঘুরেই চলেছেন ওই অঞ্চলের বাসিন্দা সৈয়দ আবুল কাশেম। আজ সকালে ফের অঞ্চল অফিসে বাবার ডেট সার্টিফিকেট নেওয়ার জন্য আসেন তিনি। প্রধান না আসার ফলে আজকেও তিনি সার্টিফিকেট পাননি। তাই ক্ষুব্ধ হয়ে অঞ্চল অফিসের মুল গেটে তালা লাগিয়ে দিলেন ওই যুবক। সকাল ওই যুবক সৈয়দ আবুল কাশেম বলেন বাবার মৃত্যুর ডেড সার্টিফিকেট নেবো বলে আজ নয় কাল এমনি করে দীর্ঘ চার মাস কেটেছে | আমি ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য যত কাগজপত্র জমা দেওয়া দরকার সবকিছুই করেছি | তা সত্ত্বেও পাইনি ডেড সার্টিফিকেট... যেটি না পেলে ১৫ তারিখের মধ্যেই ঘর নিলাম হয়ে যাবে |উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত বিজেপির দখলে যায়। পরে লোকসভা ভোটের প্রাক্কালে স্থানীয় দাপুটে তৃণমূল নেতা শেখ মহিবুল খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় নাম উঠে আসে বিজেপির প্রধান ও উপপ্রধানের। আর তারপর থেকেই কার্যত উধাও প্রধান উপপ্রধান। তাই ধৈর্যের বাঁধ ভাঙলে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা লাগালো এলাকারই এক যুবক... যার ফলে সকাল থেকেই বন্ধ হয়ে থাকে অঞ্চলের যাবতীয় পরিষেবা।