কাঁথি:সম্পা জানা
সরকারি পরিষেবার পানীয় জল খেয়ে অসুস্থ গ্রামের বহু পরিবার |পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের মহিষাগোট গ্রাম পঞ্চায়েত এলাকার বহু গ্রামে সরকারি জল খেয়ে অসুস্থ হচ্ছেন গ্রামের মানুষ এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য|গত তিনদিন ধরে পানীয় জল খাওয়ার পর একের পর এক অসুস্থ হয়ে এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হচ্ছেন। গ্রামের এক বাসিন্দা পুতুল মিশ্র বলেন জল খাওয়ার পরে আমাদের পরিবারেই অসুস্থ হয়ে পড়ে দুজন | প্রথমে পেটের ব্যথা তারপর বমি এবং পায়খানা গ্রামের ডাক্তার দেখিয়ে ইনজেকশন নিয়ে বমি কমানো গেলেও পায়খানা বন্ধ হয়নি... তড়িঘড়ি করেই আমরা কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করি |সেখান থেকেই বেড না পাওয়ায় আমরা একজনকে বাড়ি নিয়ে চলে আসি এবং আর একজন হাসপাতালেই এখনো চিকিৎসাধীন... তাই এখন সরকারি পানীয় জল খাওয়া হচ্ছে না জল কিনে খেতে হচ্ছে | সরকারি জল কি অসুস্থ হয়ে পড়া আরও এক বাসিন্দা বলেন আমি নিজেই সরকারি পানীয় জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছি| শুনেছি গ্রামে আরো কিছু মানুষের বমি পায়খানা হয়েছে আগে ভালো জল পড়তো কিন্তু এখন পড়ছে না দারুয়া হাসপাতালে রোগী রাখার জায়গা নেই|গ্রামবাসীদের আরও অভিযোগ গ্রামের বহু মানুষ আর্থিক সমস্যার দরুন জল কিনে খাওয়ার মতন পরিস্থিতি নেই |এই মুহূর্তে এখনো পর্যন্ত সরকারিভাবে জলপরী সেবা পৌঁছায়নি বলে এমনটা দাবি করছেন গ্রামবাসীরা।এই ঘটনার পর থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য, চিকিৎসা পরিষেবা ঠিকঠাক না হওয়ার ফলে হাসপাতালে নিয়ে যেতেও ভয় করছেন গ্রামবাসীরা|