আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : 'তিলোত্তমা ' র প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল কলেজ স্কোয়ার থেকে শেষ হয়েছে ধর্মতলায়।এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন অপর্ণা সেন সহ টলিউডের বেশ কিছু অভিনেতা ও অভিনেত্রীরা এবং পা মিলিয়েছেন সাধারণ মানুষরাও।পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় রাতেও তারা প্রতিবাদ চালাবেন।অবস্থান চলাকানিন আবারও ঘটে নতুন বিপত্তি। যখন স্লোগানে মুখরিত উই ওয়ান্ট জাস্টিস, ঠিক তখনই ধর্না মঞ্চে মত্ত যুবকের প্রবেশ। তাল কেটে যায় কিছুক্ষণের মধ্যে। হুড়োহুড়ি বেঁধে যায় প্রতিবাদীদের মধ্যে। অভিযোগ ওই মত্ত যুবক একজন নারী প্রতিবাদীর শ্লীলতাহানি করে। যদিও যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আন্দোলন কারীরা তাকে আবার ধরে আনে আন্দোলন মঞ্চে। বেশ কিছুক্ষন ধরে চলে টানা হেচড়া। পরে ঘটনা স্থলে হেয়ার স্ট্রিট থানার পুলিশ এসে ওই মত্ত যুবককে তুলে নিয়ে যায় । তিলোত্তমা"র আয়োজকরা জানান, তাদের এনজন নারী প্রতিবাদীর শ্লীলতা হানি করে ওই যুবক, তাই তাকে ধরে আনা হয় এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই অভিযুক্তের বিরুদ্ধে একটি শ্লীলতা হানির মামলা করেছেন তারা। তবে অধিকাংশ আন্দোলন কারীরা অবাক, এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার জন্য। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হবার জন্য। তবে এর পিছনে কোন উদ্দ্যেশ্য আছে কিনা সে নিয়ে তারা কোন মন্তব্য করতে চাননি।
ব্রেকিং নিউজ
- আলোচনার প্রস্তাবে শর্ত দিলো জুনিয়র ডাক্তাররা,৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে চাই তারা
- সুপ্রিম কোর্টের নির্দেশ এর পরেও কর্মবিরতি প্রত্যাহার করছে না জুনিয়র ডাক্তাররা। আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান
- রবিবারের রাতেও পশ্চিমবাংলায় আরজি করের ঘটনার প্রতিবাদে রাজপথকেই ক্যানভাস করেছেন জনতা
- আর জি কর ঘটনার জেরে চিঠি দিয়ে সংসদ পদ ছাড়লেন তৃণমূলের জহর সরকার
- স্কুল ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা ঘোষণা করলো শিলিগুড়ি মহকুমা দেওয়ানী ও ফৌজদারি আদালত