হাসপাতালে কিশোরীর শ্লীলতাহানি, গ্রেফতার CT স্ক্যান কর্মী

post

হাওড়া:সম্পা জানা

 হাওড়া হাসপাতালে ফের কিশোরী রোগীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায়। অভিযোগ অনুযায়ী, ১৩ বছরের এক কিশোরী, যে শিবপুরের বাসিন্দা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৮ তারিখ হাওড়া হাসপাতালে ভর্তি হয়েছিল, সে গতকাল শনিবার রাতে CT scan করতে গেলে শ্লীলতাহানির শিকার হয়। শ্লীলতাহানির অভিযোগটি উঠেছে হাসপাতালের CT scan বিভাগের অস্থায়ী কর্মী আমন রাজের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, CT scan করার সময় ওই কিশোরী হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়ে এবং আতঙ্কিত হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সে বাইরে দাঁড়িয়ে থাকা অন্য এক রোগীর আত্মীয়ের কাছে সাহায্য চাইতে থাকে। ঘটনার খবর পেয়ে কিশোরীর মা ছুটে আসে এবং তাকে আশ্রয় দেয়। এরপরই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। কিশোরীর পরিবারের সদস্য আত্মীয়রা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় এবং অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। উত্তেজিত জনতা অভিযুক্ত কর্মী আমন রাজকে মারধরের চেষ্টা করে। হাওড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আমন রাজকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এই ঘটনায় তদন্ত চলছে, এবং পুলিশ হাসপাতালের অন্যান্য কর্মী এবং রোগীদের সাথে কথা বলছে।

You might also like!