হলদিয়া : সম্পা জানা
গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটলো হলদিয়ায় প্রাক্তন কাউন্সিলর এর বাড়িতে... প্রায় দু'ঘণ্টা ধরে কাউন্সিলর এর বাড়িতে তাণ্ডব চালায় ডাকাতেরা... ঘটনার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য |মূল দরজার তালা ভেঙে ও পর পর ৪টি তালা ভেঙে সোনার গহনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায়দণ্ডপাঠের বাড়িতে রাত্রি তিনটায় ঢুকে একদল ডাকাত । হলদিয়া গভমেন্ট স্পন্সর হাই স্কুলের পাশে জনবহুল এলাকা হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা ।সেখানকার একজন জনপ্রতিনিধির বাড়িতে গতকাল গভীর রাতে দু'ঘণ্টা ধরে অপারেশন চালায় একদল ডাকাত । হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ড পাট জানান এসির বাতাস সহ্য হয় না বলে স্বামী এবং স্ত্রী আলাদা ঘরে ঘুমায় | রাত তিনটের সময় তার স্বামী কাপা কাপা গলায় এসে যখনই বলে দরজা খোলার কথা... তখন এসে বুঝতে পারে ডাকাত পড়েছে বাড়িতে যেহেতু স্বামী বাইরে ছিল তাই কোন রকম ভাবে ডাকাতদের কোনো বাধা দেয়নি গয়না বাঁচানোর চেষ্টা চলেছিল তাও কোন লাভ হয়নি |করোনার সময় যে মাস্ক ব্যবহার করা হতো সেই মাস্ক তার সাথে সাথে সার্জিক্যাল মাস্ক পরে ছিল ডাকাতেরা হাতে বড় বড় লোহার রড ছিল | ডাকাতেরা এসেই বলে কাউন্সিলর ছিলেন অনেক টাকা কামিয়েছেন সেগুলোই দিন বাড়ির কর্তা বিকাশ রঞ্জন রায় জানান... পরপর তিনটে তালা ভেঙে নিচ থেকে উপরে এসেছে তারা| এসে বলেছে কি আছে সেগুলো দিয়ে দিতে তাদের | ডাকাতি করতে এসে পুরো ঘর ঘেঁটে দেয় | যারা ডাকাতি করতে এসেছিল তারা নিজেরাই kent থেকে জল নিয়ে খায় এবং আমাকেও দেয়| এরপর আরো দরজা ভাঙতে উদ্যত হলে... আমি বলি দিদি অসুস্থ |আমার ঘর থেকে কিছু পায়নি দিদিদের ঘর থেকে গয়না টাকা পয়সা ডাকাতি করে নিয়ে গেছে |