আরজিকর কান্ডে মহিলা চিকিৎসক খুন ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসে ছাত্র পরিষদ আয়োজিত প্রতিবাদ মিছিলে পথে নামে কাঁথি 2 নম্বর ব্লকের দেশপ্রাণ বকুয়া বাঁধ আই টি .আই কলেজ কেন্দ্র সরকারের ধর্ষক বিরোধী কঠোর আইন প্রনয়নের দাবিতে মাননীয়া মুখ্যমন্ত্রী ও জননেত্রী মমতা বন্ধ্যেপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে দেশপ্রান ব্লকে বকুয়াবাঁধ আই. টি.আই কলেজের সামনে এক প্রতিবাদ মিছিল করলো দেশপ্রান ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদে। উপস্থিত ছিলেন সরদা অঞ্চলের উপপ্রধান সমীর পান্ডব। দেশপ্রান ব্লক তৃণমূল কংগ্রেসর ছাত্র পরিষদের নেতৃত্ব দীপু খান। সেখ আফ্রিদি। সৌরভ কর সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সেখ রবিউল, আব্দুল সাত্তার। দিলিপ বারিক। প্রনব জানা। কলেজের ছাত্র সহ আরো অনেকে। প্রতিবাদ মিছিলে উপস্থিত থেকে সমীর পাণ্ডব বলেন সিবিআই এখনো আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেনি...তার বিরুদ্ধে মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের এই আন্দোলন... আর জি কর কাণ্ডে যে দোষীরা আছে তারা এখনো কেন নির্দিষ্ট ভাবে চিহ্নিত হয়নি... মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে বোন খুন হয়েছে তার পরিবারকে সমবেদনা জানানোর পরে এসে সাংবাদিক সম্মেলন করে অতি দ্রুততার সাথে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছিলেন... পরবর্তীকালে কোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেয়... আমাদের সরকার সেটা সমর্থনও জানায় কিন্তু আজ ১৭ দিন হয়ে গেল.. সিভিআই দৃষ্টান্তমূলক কাউকে ধরতে পারেনি... আমাদের প্রতিবাদ তাই এর বিরুদ্ধেই |আমাদের প্রতিবাদ দ্রুত আরজিকর কান্ডে দোষীদে চিহ্নিত করে... তাদের ফাঁসির ব্যবস্থা করা হোক |
ব্রেকিং নিউজ
- শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?
- ডাক্তারদের মিছিলে ধর্মতলায় তুলকালাম,অবস্থান তুললেও আমরণ অনশনের আল্টিমেটাম
- আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ট আশীষ পান্ডে কে গ্রেফতার করলো
- সকালে গ্রেফতার বিকালে জামিনে মুক্ত রূপা গাঙ্গুলি
- দেবীপক্ষেও কলকাতার রাজপথে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল ও সমাবেশ