আর জি কর কাণ্ডের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় কেটে গেছে অনেকটা সময়.... তাও অধরা দোষীরা... সমস্ত প্রতিবাদ মিছিল এর একটাই দাবি... দোষীদের দ্রুত ধরা পড়ুক... ফাঁসি হোক... এই দাবি নিয়ে পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ সহ ২১ টি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের পক্ষ থেকে আরজিকর কান্ডের প্রতিবাদ মিছিল হয় |পূর্ব মেদিনীপুর কাঁথি ৩ নম্বর ব্লকের অন্তর্গত দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র সংসদ আয়োজিত আর জি কর প্রতিবাদ মিছিলে পা মেলান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক,তিন নম্বর ব্লকের আইএনটিটিইউসি এর সভাপতি বিকাশ চন্দ্র বেজ, মিতা রানি সাউ সহ তৃণমূল ছাত্র পরিষদ... এই প্রতিবাদ মিছিলে উপস্থিত থেকে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি ও পটাশপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক উত্তম বারিক বলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার সমস্ত কলেজের গেটে.. আজকে বাংলার সমস্ত ছাত্র সমাজ আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে.. তার কারণ আমরা উপযুক্ত সিবিআই তদন্ত তাড়াতাড়ি শেষ করে দোষীদের ফাঁসি তাড়াতাড়ি দিতে হবে এর দাবি নিয়েই ছাত্র সমাজ আজ রাস্তায় নেমেছে |
ব্রেকিং নিউজ
- শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?
- ডাক্তারদের মিছিলে ধর্মতলায় তুলকালাম,অবস্থান তুললেও আমরণ অনশনের আল্টিমেটাম
- আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ট আশীষ পান্ডে কে গ্রেফতার করলো
- সকালে গ্রেফতার বিকালে জামিনে মুক্ত রূপা গাঙ্গুলি
- দেবীপক্ষেও কলকাতার রাজপথে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল ও সমাবেশ