ধর্ষণের অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে সরানোর দাবিতে বিক্ষোভ

post

বনগাঁ: ধর্ষণের অভিযুক্ত শিক্ষককে স্কুলে রাখা যাবে না—এই দাবিতে শুক্রবার সকালে বনগাঁ থানার চাপাবেড়িয়া রামকৃষ্ণ বিদ্যামন্দিরের গেটে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করলেন অভিভাবকেরা। অভিযুক্ত শিক্ষক মৃন্ময় রায়, বনগাঁ সাতভাই কালিতলা এলাকার বাসিন্দা, সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে পুনরায় স্কুলে যোগ দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। অভিভাবকদের দাবি, মৃন্ময় রায়ের উপস্থিতি স্কুলের পরিবেশকে খারাপ করছে এবং তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে সঠিক আচরণ করেন না। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ভাড়াটিয়া এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও স্কুলে কাজে যোগ দেন, যা অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের মতে, এমন একজন শিক্ষকের উপস্থিতিতে তাঁরা নিজেদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাই, তাঁরা মৃন্ময় রায়ের বদলির দাবি জানিয়ে বিক্ষোভ করছেন।স্কুলের প্রধান শিক্ষিকা সোমা বিশ্বাস জানান, অভিভাবকদের দাবির বিষয়টি তিনি উচ্চ কর্তৃপক্ষের কাছে জানাবেন। স্কুলের অন্যান্য শিক্ষকও অভিভাবকদের শান্ত করার চেষ্টা করেন, তবে তাঁদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে যাতে শিক্ষার পরিবেশ বজায় থাকে।

You might also like!