বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে ব্যাপক সাড়া কাঁথির বসন্তিয়া অঞ্চলে

post

সারা রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বাংলা বন্ধ। বাংলা বনধ সফল  করতে রাস্তায় নেমেছেন বিজেপি নেতৃত্ব থেকে নেতাকর্মীরা... সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে ব্যাপকভাবে দেখা গেল এই বনধের সাড়া.. পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাছে বিধানসভা কেন্দ্রে কাঁথি থানার অন্তর্গত বসন্তিয়া অঞ্চলের বাইজাপুর বাসস্ট্যান্ডে বিজেপি কর্মী সমর্থকদের দেখা গেল বন্ধের সমর্থনে নেমেছে রাস্তায়... শুধু তাই নয় দীঘা নন্দকুমার জাতীয় সড়ক 116b কাঁথি থানার অন্তর্গত পিছাবনীতেও অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের...  তাদের দাবি একটাই আরজিকর কান্ডের দোষীদের  দ্রুত শাস্তি এবং নবান্ন অভিযানে ছাত্র সমাজের ওপর.. সাধারণ মানুষের উপর পুলিশের যে নির্মম লাঠি চার্জ... তার প্রতিবাদেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ

You might also like!